সারাদেশ ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলায় ১৫ বছরের এক কিশোরীর সাত মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় নূর ইসলাম গাজী নামে (৬৫) এক ব্যক্তির নামে মামলা হয়েছে। ওই কিশোরীর বাবা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করেন। ওই দিন রাতেই নূর ইসলামকে গ্রেফতার করে পুলিশ আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ওই শিশুর পরিবার ও নূর ইসলাম গাজীর শ্বশুরবাড়ি ঝিকরগাছার একই জায়গায়। তারা পাশাপাশি বাড়িতে থাকতেন। মেয়েটি তাকে জামাই বলে ডাকতো। নূর ইসলাম গাজীর আসল বাড়ি মনিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামে।
মামলাল অভিযোগে কিশোরীর বাবা জানান, সাত মাস আগে তার মেয়েকে নূর ইসলাম গাজী ফুসলিয়ে বাড়ির পাশের একটি কাঁঠাল বাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। ওই ঘটনার পরও একাধিকবার মেয়েকে ধর্ষণ করে সে। সম্প্রতি শারীরিক গঠনের পরিবর্তন দেখা দিলে ঘটনা খুলে বলে কিশোরী। এরপর তার বাবা বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন।
ওসি আব্দুর রাজ্জাক জানান, শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড