আল আমিন, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ কাওসার (২৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে ভৈরব নৌ পুলিশ ইউনিট। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরব বাজার নৌকা ঘাট থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কাউসার হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নোয়াবাদ গ্রামের মৃত আ. রসিদের পুত্র বলে জানা যায়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ জানতে পারে যে একজন মাদক পাচারকারী গাঁজা নিয়ে নৌকায় আশুগঞ্জ থেকে ভৈরব আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ভৈরব নৌ থানার উপ পরিদর্শক রাসেল আহমেদকে নিয়ে ভৈরব নৌকা ঘাটে তল্লাশী কালে কাউসারকে আটক করে। এসময় তার সাথে থাকা ব্যাগের ভিতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আসামী কাউসারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ভৈরব নৌ পুলিশ ইউনিট।
আরও পড়ুন : অবমুক্ত জুলিয়েটের বন্ধুত্বে নিশ্চিন্ত কর্মকর্তারা
এবিষয়ে ভৈরব নৌ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মাদক পাচার কালে কাউসার নামে এক যুবককে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড