আরিফ সবুজ, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বসুরহাট পৌরসভার রুপালি চত্বরে সংবাদ সম্মেলন করেন আবদুল কাদের মির্জা।
তিনি অভিযোগ করেন, শুক্রবার উপজেলার চাপরাশির হাটে তার সমর্থিত লোকজনের উপর সাবেক উপজেলা চেয়ারম্যন মিজানুর রহমান বাদলের নেতৃত্বে অযাচিত হামলা ও গুলিবর্ষণ করে তার সমর্থক অন্তত ২০ জনকে আহত করে। এর মধ্যে সাতজন গুলিবিদ্ধ হয়। তিনি এ ঘটনার সাথে জড়িত নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারি ও মিজানুর রহমান বাদলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অপরদিকে একই উপজেলার পেশকার হাট রাস্তার মাথায় দুপুর ১টায় সংবাদ সম্মেলন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার ও অশালীন বক্তব্য দেয়ার দায়ে আবদুল কাদের মির্জাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেন।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, আবদুল কাদের মির্জাকে অবিলম্বে গ্রেপ্তার করে যেন উন্নতমানের মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: in[email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড