নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে জমে উঠছে আসন্ন পৌরসভা নির্বাচনের প্রার্থীদের গণসংযোগ আর প্রচারণা। আগামী ২৮ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের গণসংযোগ আর প্রচারণায় জমে উঠছে ভৈরব পৌরসভার নির্বাচন।
পৌরসভার ১২টি ওয়ার্ডের রাস্তাঘাট এখন মিছিল, স্লোগানমুখর। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও সতন্ত্র বা আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীও অংশ নিয়েছেন।
আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথমবারের মতো ভৈরব পৌরসভায় ভোট গ্রহণ হবে।
নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৪৫ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাবিবুল্লাহ নিয়াজ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড