হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রাম শহরে ধরলা ব্রিজের নীচ থেকে রাজু হোসেন অন্তর (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, শনিবার ভোরে রাজু হোসেন অন্তরের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ধরলা ব্রিজের একশ গজ দক্ষিণ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় তার গায়ে জ্যাকেট ও পড়নে জিন্সের প্যান্ট ছিল। কাঁধে কালো রঙের ব্যাগ ঝোলানো অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন জানান, রাজু হোসেন অন্তরের বাড়ি চুয়াডাঙ্গায়। সে প্রায় দেড়মাস আগে কুড়িগ্রামে আসে। পাশের নাগেশ্বরী উপজেলায় একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন : তিন দাবিতে ভোলায় নার্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ সভা
তদন্তের জন্য কুড়িগ্রাম পুলিশ বিভাগ ও রংপুর থেকে পিবিআই’র ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ একটি টিম যৌথভাবে কাজ করছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড