আতিক রহমান, ঝালকাঠি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত সুষ্ঠু বিচারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়।
মানববন্ধনে বক্তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ও জোর দাবি জানান।
এছাড়াও, বাংলাদেশের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করে সন্ত্রাসমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাস পরিবহন শ্রমিকদের সাথে বাকবিতণ্ডার জের ধরে ওইদিন মধ্যরাতে বরিশালের রুপাতলী হাউজিং এলাকায় মেসে প্রবেশ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর কয়েকজন সন্ত্রাসীদের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড