আদিল হোসেন তপু, ভোলা
ভোলার মনপুরার মেঘনা নদীতে এক জেলের জালে ২০ কেজি ওজনের দুইটি কোড়াল মাছ ধরা পড়েছে। অসময়ে মেঘনায় এত বড় কোড়াল মাছ ধরা পড়ায় তা দেখতে মৎস্য ঘাটে ভিড় জমে যায়। অনেকে কোড়াল মাছ নিয়ে সেলফি তুলতে দেখা গেছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনায় সাইফুল মাঝির জালে এই কোড়াল ধরা পড়ে। পরে বেলা ১১ টায় মাছ দুইটি হাজিরহাট ঘাটে নিজাম হাওলাদারের মাছ আড়তে কেজি প্রতি এক হাজার করে এক একটি মাছ বিশ হাজার টাকায় মহিউদ্দিন ব্যাপারী ক্রয় করে নেন।
সাইফুল মাঝি জানান, দক্ষিণ সাকুচিয়া সংলগ্ন মেঘনায় কোড়াল জালে বিশ কেজি ওজনের দুইটি ও ৬ কেজি ওজনের আরও ৪ টি কোড়াল মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নিজাম হাওলাদারের আড়তে কেজি ধরে বিক্রি করা হয়।
হাজিরহাট মৎস্য আড়তের মালিক নিজাম হাওলাদার জানান, অসময়ে এতো বড় কোড়াল মাছ ধরা পড়ায় মাছগুলো দেখতে ঘাটে ভিড় জমে যায়। পরে ডাকের মাধ্যমে মহিউদ্দিন ব্যাপারী এক হাজার টাকা কেজি ধরে কোড়াল মাছ কিনে নেয়।
মাছ ব্যাপারী মহিউদ্দিন জানান, তিনি ক্রয়কৃত কোড়াল মাছগুলো শুক্রবার দুপুর ২ টায় লঞ্চ করে ঢাকায় বিক্রির জন্য পাঠাবেন। শনিবার সকালে কাওরান বাজার মাছের আড়তে কোড়াল মাছগুলো বিক্রি হবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড