এম. ডি অসীম খুলনা
খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে খুলনায় নির্মাণাধীন নতুন জেলখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা মো. শহিদের ছেলে সাইফুল (৩৫) ও রায়ের মহল পশ্চিমপাড়া এলাকার মোল্লা শরিফুলের ছেলে নাঈম (২৬)। নিহত সাইফুল একটি মোটর সাইকেলের গ্যারেজে কাজ করে আর নাঈম দিনমজুর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়ের মহল এলাকা থেকে মোটরসাইকেলটি খুলনার জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। অপরদিকে যশোরগামী একটি ট্রাক নির্মাণাধীন কারাগারের অদূরে সিটি বাইপাস সড়কে আসলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে দুই জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত গতিতে চালিয়ে পালিয়ে যায়।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড