মোহাম্মাদ শাহআলম মিয়া, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর দাসপাড়া গ্রামে ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন (৩৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে দাসপাড়া গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল আড়পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। এ ঘটনায় জড়িত মাদকাসক্ত রানাকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। রানা একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসাবে এলাকায় পরিচিত ইসরাফিল হোসেন ও রানা। তারা দীর্ঘদিন এক সাথে চলাচল করে আসছিল।
শুক্রবার রাতে মাদক সেবনের এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে রানার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ইসরাফিলের পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড