কামরুল ইসলাম, চন্দনাইশ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাঠানিপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী গ্রীন লাইন পরিবহনের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। নিহতের নাম মো. জাহেদ। আহতরা হলেন মো. হৃদয় ও রাহুল।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী গ্রীণ লাইন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৩৪০৯) এর সাথে চট্টগ্রামমুখী একটি পিকআপ (ঢাকা মেট্রো-থ ১৩-৬৯৯৪) এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পিকআপ ভ্যানের চালক মো. জাহেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে, দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুর রব দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন। গাড়ি দুটি জব্দ করে দোহাজারী হাইওয়ে থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড