এস এম ইউসুফ আলী, ফেনী
ফেনীতে ১৯২ বোতল ফেন্সিডিল ও ১১ কেজি গাঁজাসহ নুরে আলম নামে (৪০) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. নুরে আলম (৩২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মো. আনোয়ার আলীর ছেলে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে শহরের মহিপাল শাহীন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার সাথে থাকা একটি পাটের বস্তার ভিতর থেকে ১৯২ বোতল ফেন্সিডিল এবং অপর একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৮ হাজার টাকা।
র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত নুরে আলমকে উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড