মো. মনিরুজ্জামান, নরসিংদী
নরসিংদীতে গণধর্ষণ মামলায় মো. অলি মিয়া ও অন্তর মন্ডল নামে এজাহার ভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) নরসিংদী মডেল থানাধীন হাজীপুর ও রায়পুরা থানাধীন বাঘাইকান্দি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে নরসিংদী মডেল থানা পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. অলি মিয়া ও অন্তর মন্ডলকে আসামি করে মামলা দায়ের করে ধর্ষণের শিকার ওই নারী (মামলা নং-২৫, তারিখ-১৮/০২/২০২১ খ্রিঃ)। এর পাঁচ ঘণ্টার মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মোহা. হারুন অর রশিদের নেতৃত্বে হাজীপুর ও রায়পুরা থানাধীন বাঘাইকান্দি (দুর্গম চর) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসাদ মিয়ার ছেলে মো. অলি মিয়া (২৫) ও স্বপন মন্ডলের ছেলে অন্তর মন্ডল (১৯) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড