আব্দুস সালাম বাবু, বগুড়া
বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নিয়েছে ৫ সহস্রাধিক মানুষ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার আয়োজনে, সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু হয়ে মাটিডালী বিমানমোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ডিজিটাল ম্যারাথনে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহণ করেন।
সকাল ১০ টায় জিলা স্কুল চত্বরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এসময় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, ১১ পদাতিক ডিভিশনের প্রতিনিধি লে. কর্নেল মো. রায়হানুল রশীদ চৌধুরী পিএসসি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু,
সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবুল, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, জেলা পরিষদ সদস্য মাহফুজা খানম লিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল, ডালিয়া নাসরিন রিক্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : থানায় দ্বিতীয় দিনের মত অবস্থান কাদের মির্জার
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় আড়াই হাজার মানুষ রেজিস্ট্রেশন করলেও ৫ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতা শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড