রফিক, গাইবান্ধা
মধ্যরাতে শয়ন কক্ষে ঢুকে গাইবান্ধার মোহাম্মদ আলী (৬৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী পেশায় একজন (কেমিস্ট) ব্যবসায়ী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জানান, রাতে খাবার শেষে টিন সেডের বাড়ির নিজ শয়ন ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন মোহাম্মদ আলী। গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে মোহাম্মদ আলীর পেটে ছুরিকাঘাত করে। এসময় তার স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রাতেই আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মোহাম্মদ আলীর মৃত্যু হয়। হত্যার কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হবে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড