এস আর অনি চৌধুরি, কুলাউড়া (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সিরাজনগর চা বাগান সংলগ্ন এলাকায় অবৈধভাবে টিলা কাটার অপরাধে ৩ জনকে আটক ও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাজার ইউনিয়নের নবীনগর এলাকার আজিজুল ইসলাম, পশ্চিম জালালাবাদ এলাকার আলম উদ্দিন ও মির্জাপুর এলাকার রুহেল মিয়া।
ইউএনও ফরহাদ চৌধুরী দৈনিক অধিকারকে জানান, অবৈধভাবে সিরাজনগর চা বাগান সংলগ্ন এলাকায় টিলা কাটার খবর পেয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৩ জনকে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আরও পড়ুন : ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা আদায়, দুই পুলিশসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
আটককৃতরা জরিমানা পরিশোধ ও একই কাজের পুনরাবৃত্তি না করার শর্তে মুক্তি লাভ করে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড