সারাদেশ ডেস্ক
ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সিলেটে ভাই-বোনসহ মাকে হত্যা করেছেন এক যুবক।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মধ্য রাতে সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মীর মহল্লার রুবিয়া বেগম (৩০), তার নয় বছরের মেয়ে মাহা এবং সাত বছরের ছেলে তাহসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আবাদ হোসেন নামে ওই যুবক ছুরি দিয়ে তার সৎ মাসহ ভাই-বোনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। পরে গুরুতর আহতাবস্থায় তার সৎ ভাই তাহসনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তীকালে তিনিও মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহত রুবিয়ার সৎ ছেলে আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা আদায়, দুই পুলিশসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড