আল-মামুন, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে চাঁদের গাড়ি (জিপ) উল্টে গভীর খাদে পড়ে হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরা নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হচ্ছেন-দেব ত্রিপুরা, রহেন ত্রিপুরা ও চয়ন ত্রিপুরা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার দুর্গম আমলাই হাদুকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা সকলেই ভাইবোনছড়ার দুর্গম আমলাই হাদুকপাড়া গ্রামের বাসিন্দা।
ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাগড়াছড়ি বাজারে বিক্রির জন্য গাছ রেখে চাঁদের গাড়িতে করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। দুর্গম আমলাই হাদুকপাড়া পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রায় ৬০ ফুট গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরার নিহত হয়।
এসময় গাড়িতে থাকা অপর তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশিদ জানান, নিহতদের ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড