মিজানুর রহমান মজনু, ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডষ্টার উত্তর বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুটকিবাড়ি সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ভালুকা ইউনিয়নের বাশিল গ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে হামিদ কারী (৫০) একই ইউনিয়নের মেহেরাবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে মোটরসাইকেলের আরোহী জাকির হোসেন (২১)।
ভালুকা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জামান দৈনিক অধিকারকে জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ভালুকা সিডষ্টার উত্তর বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুটকিবাড়ি সামনে আসলে এ সময় একটি মোটরসাইকেল যোগে জাকির ও হামিদ কারীকে নিয়ে ইউটার্ন ঘুরতে গিয়ে বাসের চাপায় ঘটনাস্থলে একজন মারা যান।
পরে স্থানীয়রা জাকিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড