সারাদেশ ডেস্ক
বগুড়ায় জলি খাতুন (২১) নামে এক চিরকুটে প্রেমিককে দায়ী করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ ভোররাতে শহরের কামারগাড়ি এলাকার একটি ছাত্রীনিবাস থেকে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জলি সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে শহরের কামারগাড়ি এলাকার মুগ্ধ ছাত্রীনিবাস থেকে জলি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ছাত্রীনিবাসের ঘরে ছাদের হুকের সঙ্গে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন। তার মরদেহ উদ্ধারকালে ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেই কাগজে মৃত্যুর কারণ হিসেবে নিজের প্রেমিককে দায়ী করেছে। তদন্তের স্বার্থে পুলিশ তার প্রেমিকের নাম প্রকাশ করছে না।
বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যা সময় চিরকুটের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।
জলি খাতুনের পরিবার সূত্রে জানা যায়, তিনি আজিজুল হক কলেজের গণিত বিভাগে ভর্তি হওয়ার পর থেকে পাশেই কামারগাড়ি মুগ্ধ ছাত্রীনিবাসে থেকে পড়াশোনা করত। আত্মহত্যায় যার প্ররোচনা রয়েছে তার কঠিন শাস্তি তারা দাবি করেছেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড