নাজির আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর আগমন উপলক্ষে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান বাচ্চু, ভৈরব চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাত ইউনিয়নের চেয়ারম্যান, প্রিণ্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ ভৈরবের গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা আলোক চিত্র প্রদর্শনীর মাধ্যমে ভৈরবের ভৌগলিক সীমারেখা, পরিচিতি ও করণীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেটের দৃষ্টি গোছরে নিয়ে আসেন। সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড