আব্দুর রউফ রুবেল, গাজীপুর
গাজীপুরে স্বামীর দেওয়া আগুনে টানা ১১ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন মর্জিনা বেগম (৪০)।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় স্বামী স্বাধীন আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মর্জিনা বেগম টাঙ্গাইলের দেলদুয়ারের উপজেলার ইয়াসিন গ্রামের বাদশা মিয়ার মেয়ে।
ঘাতক স্বামী স্বাধীন সিরাজগঞ্জ সদরের জয়নগর এলাকার প্রয়াত হরফ আলীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ির সেলিম নগর এলাকার মমতাজের ভাড়া বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন স্বাধীন। গত রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রী মর্জিনার গায়ে আগুন দেয় স্বাধীন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ি এলাকার শরীফ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তার স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করেন। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মর্জিনা মারা যান।
ওসি আরও জানান, স্বামী স্বাধীন আলীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড