গোলাম মোস্তফা মুন্না, যশোর
যশোরে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের হেলপার পীযুষ চন্দ্র (২৮) নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ট্রাকচালক রাজিব হোসেন (২৫) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে যশোর শহরতলির রাজারহাট ফুয়েল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পীযুষ বগুড়া সদরের বাগদি আদমদীঘি এলাকার উত্তম চন্দ্রের ছেলে। আহত ট্রাকচালক রাজিব হোসেন নওগাঁ সদরের রাজনগর গ্রামের মো. বাবুর ছেলে।
যশোর দমকল বাহিনীর ফায়ার ফাইটার শিমুল হোসেন জানান, সকালে যশোর সদরের রাজারহাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে খুলনাগামী অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপার আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগের বজলুর রশিদ টুলু জানান৷ সড়ক দুর্ঘটনায় আহত পীযুষ চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার দিকে মারা যান। আহত রাজিবের অবস্থাও আশঙ্কাজনক।
যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড