তানভীর আহমেদ, জামালপুর
নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৫ সক্রিয় সদস্যকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা করে জরিমানা করেছে জামালপুরের বিশেষ আদালত।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ খাজা আলম জানান, ২০০৯ সালে জামালপুর সদর উপজেলার বন্ধ চিতলিয়া গ্রামের জনৈক আজিজুল হকের বাড়ি থেকে নাশকতার প্রস্তুতি নেয়ার সময় র্যাব সদস্যরা নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৫ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি কারী সাইদুর রহমান, আক্কাস আলী ওরফে জালাল হোসেন, সাইদুল মিয়া, আজিজুল হক।
তবে আসামি রুকনুজ্জামান এখনও পলাতক রয়েছেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড