সারাদেশ ডেস্ক
হবিগঞ্জের মাধবপুরে বাসার ছাদে কাপড় শুকাতে গিয়ে বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ ভারতীয় মাদক পাওয়া যায়। পরে জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে দুপুর ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছায়।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা জব্দ করে (বিজিবি)।
জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলাবই গ্রামে সকালে ইউনুছ আলী নিজের বিল্ডিংয়ের ছাদের উপরে কাপড় শুকাতে যায়। তখন তার বাসার পাশাপাশি ভাই আয়াত আলীর বাসার ছাদে পরিত্যক্ত অবস্থায় বস্তায় মোড়ানো গাঁজা ও ফেনসিডিল দেখে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেয়। খবর পেয়ে ধর্মঘর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদসহ বিজিবি সদস্য আলাবই মাদকগুলো উদ্ধার করে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড