সারাদেশ ডেস্ক
মানিকগঞ্জের শিবালয়ে ১০২টি ইয়াবাসহ আনোয়ার হোসেন আনু (৩৮) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক আইনে আরও একটি মামলা দায়ের শেষে বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, গোপন সংবাদে (এসআই) মাহাবুবুর রহমান তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আনোয়ারকে গ্রেপ্তার করে। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে।
জঙ্গী-সন্ত্রাস ও মাদক রোধে পুলিশের ঢাকা রেঞ্জ ডিইউজি’র নির্দেশে এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড