হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬২ বোতল ফেনসিডিল ও রাজারহাটে ৫০০ গ্রাম গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে আটক করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে মাদক কারবারিদের জেলহাজতে প্রেরণ করা হয়।
রাজারহাট থানা পুলিশ জানায়, মঙ্গলবার গভীররাতে রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামে অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করায়। এসময় তার বাড়ীতে ৫০০গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ব্রাক মোড়ে অটোচালক রফিকুল ইসলামকে আটক করে। এসময় তার ব্যাটারি চালিত অটোতে বিশেষভাবে রাখা ১৬২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে পুলিশ।
আরও পড়ুন : রাঙ্গুনিয়ায় বই মেলায় ২০টাকায় বই
এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, আসামিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড