রিয়াদ হোসাইন, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সড়কের পাশ থেকে মো. দুদু মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কুমারভোগ এলাকার ঢাকা-মাওয়া-শিমুলিয়া ঘাটের সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, নিহত দুদু মিয়ার সাথে কুমারভোগ এলাকার এক বিবাহিত নারীর প্রেমের সম্পর্ক ছিল। নিহত দুদু মিয়া শরীয়তপুরের জাজিরা উপজেলার হাজী জয়নুদ্দিন মাদবর কান্দি এলাকার হিরু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নিহত দুদু মিয়া পদ্মা নদীতে ট্রলার চালাতেন। ট্রলারে করে দুইপারে যাত্রী আনা-নেওয়া করতেন। এ সুবাদে কুমারভোগ এলাকার দুই সন্তানের এক জননীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। মঙ্গলবার ট্রলার চালানোর জন্য বাড়ি থেকে বেড় হন দুদু। সেদিন রাতে তিনি আর বাড়িতে ফিরেননি। সকালে কুমারভোগ এলাকার ঢাকা-মাওয়া-শিমুলিয়া ঘাট সড়কের পাশে অজ্ঞাত অবস্থায় নিহতের লাশ পড়ে ছিল। পরে স্থানীয়রা লৌহজং থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে।
লৌহজং থানার পরিদর্শ (তদন্ত) মো.হাফিজুর রহমান জানান, লাশের শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের লাশটি যে এলাকায় পাওয়া গেছে ওই এলাকার এক নারীর সাথে তার সম্পর্ক ছিল। বিষয়টি সামনে রেখে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড