মিজানুর রহমান, টেকনাফ
টেকনাফে উপজেলা লবণ চাষি কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে "লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে" মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লবণ শিল্প ধ্বংস এবং লবণ উৎপাদনকারী চষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে এমনটাই দাবি লবণ চাষিদের। এ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা লবণ কল্যাণ সমিতির সভাপতি জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শফিক মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী। পরে সভাপতি মোহাম্মদ শফিক মিয়ার নেতৃত্বে লবণ চাষিসহ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় লবণ চাষি নুরুল আমিন চৌধুরী, হ্নীলা ইউনিয়নের চাষি ও লবণ ব্যবসায়ী সমিতির ক্যাশিয়ার আব্দুল গাফফার, হ্নীলা ইউনিয়নের লবণ চাষি ও ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মো. হোসাইন আমিনসহ তিন শতাধিক চাষি মানববন্ধনে উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড