মো. আফসার খাঁন বিপুল, কালিয়াকৈর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর নামাপাড়া এলাকায় জমি বিরোধের জেরে ফজল সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ফজল সরকার কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে কালিয়াকৈর উপজেলার রশিদপুর নামাপাড়া এলাকায় আ. ফজল সরকারের সঙ্গে পাশের বাড়ির মৃত আহাদুর আলীর ছেলে সোলাইমান আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বিরোধের ওই জমি মাপার কাজ করছিলেন।
এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষের ঘটনায় আ. ফজল সরকার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে অল্পকিছু সময়ের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুন নাহার ইতি জানান, আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।
কালিয়াকৈর থানার ওসি তদন্ত রাজীব চক্রবর্তী জানান, মারামারির ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড