শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন বাঁশখালী জোনের লিডার লিটন বৈষ্ণব (৫৩) কে রড দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে বাঁশখালী থানাধীন বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী, দারোগা বাজার ফায়ার সার্ভিসের পশ্চিম পার্শ্বে এ হামলার শিকার হন তিনি।
এ ঘটনায় বাঁশখালী থানায় রিগান (৪৫) ও মোহাম্মদ ইসমাইল কে বাদী করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে আহত লিটন বৈষ্ণবের দুই ছেলে ফায়ার সার্ভিস অফিসের পাশে মাঠে খেলাধুলা করছিলেন। এসময় অভিযুক্ত একজনের স্ত্রী তাদেরকে গালমন্দ করে। পরে তারা বাসায় চলে যায়। এরপর অভিযুক্তরা লিটন বৈষ্ণবকে ফোন করে নিচে আসতে বলে। কিছু বুঝে ওঠার আগেই তারা লোহার রড দিয়ে লিটনকে জখম করে। কোথাও কোনো ধরনের মামলা/নালিশ করলে অফিস থেকে বাড়ি ফেরার পথে খুন করার হুমকি দেয় অভিযুক্তরা।
আহতাবস্থায় ফায়ার সার্ভিস টিম লিডার লিটন বৈষ্ণবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।
এ ব্যাপারে লিটন বৈষ্ণব বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি মো. সফিউল কবীর দৈনিক অধিকারকে বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমে পড়েছে। আশা করছি দ্রুত ঘটনার কারণ জানা যাবে। দোষীদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড