সারাদেশ ডেস্ক
টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে 'পরিবেশ দূষণ বন্ধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি' এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সবুজ পৃথিবীর উদ্যোগে মানববন্ধনে নিজ নিজ সংগঠনের ব্যানারে অংশগ্রহণ করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখা, গ্রীণক্লাব, ছায়াবীথি, সেবক, আরপিডিও সহ বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন।
সবুজ পৃথিবীর সভাপতি ডা. কায়েম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন- অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ, লৌহজং নদীর সুরক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুর রহমান, আরপিডিও নির্বাহী পরিচালক রওশন আরা লিলি সহ আরও অনেকে। মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।
আয়োজক সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলায় বর্তমানে ২৮৫টি ইটভাটা আছে। এর মধ্যে ১২৭টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র আছে। বাকি ১৫৮টি ইটভাটা অবৈধ। এসব ইটভাটা বন ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অথবা আবাসিক এলাকায় হওয়ায় পরিবেশের অনেক ক্ষতি করছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড