সোনারগাঁ প্রতিনিধি
শুধু ইট কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো নয় গ্রাম থেকেও দিন দিন হারিয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। সৌখিন মানুষগুলো তাদের ঘরবাড়িতে সবুজ প্রকৃতিকে ধরে রাখতে বসতবাড়িতে তৈরি করে সবজি বাগান।
সময়ের ব্যবধানে এ বাগান এখন আর সৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে এ বাগান থেকে।
এমনই এক সবজি বাগান গড়ে তুলেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাংবাদিক নজরুল ইসলাম শুভ। স্ত্রী সাথীকে সঙ্গে নিয়ে নিজ গ্রাম সনমান্দীতে বাড়ির আঙিনায় গড়েছেন এ সবজি বাগান।
এ দম্পতি পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়দের মাঝেও সতেজ শাক-সবজি বিতরণ করেন। এছাড়া পুকুরে নানা জাতের মাছ চাষ ও পুকুরপাড়ে সবজি বাগান করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এছাড়া জমির এক পাশে নানা জাতের কবুতরের খামার, বাড়ির আঙিনায় রয়েছে দেশি মুরগির ও হাসের খামার।
সাংবাদিক নজরুল ইসলাম শুভ ও সাথী আক্তার দম্পতি জানান, শৈশবকাল থেকেই তারা কৃষি ও সবুজ প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের প্রতি অনুরক্ত। আর সেই প্রকৃতি প্রেমই তাদেরকে বাড়ির আঙিনায় ফুল-ফল ও সবজির বাগান গড়ে তুলতে অনুপ্রাণিত করেছে।
উপজেলা কৃষি অফিসার মনিরা আক্তার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু নাসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজ রহমান তাদের কৃষি বাগান দেখতে আসেন বলেও জানান এ দম্পতি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড