শুভংকর পোদ্দার, মানিকগঞ্জ
দৈনিক অধিকারে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের হরিরামপুরে শিকলবন্দি সাহিদা বেগমের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন। বুধবার (২৭ জানুয়ারি) দৈনিক অধিকারে ‘শিকল পায়ে সাহিদার এক যুগ, দেখার যেন কেউ নেই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টি নজরে আসে ইউএনও মো. সাইফুল ইসলামের।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামকে সাথে নিয়ে সাহিদা বেগমের বাড়িতে আসেন।
তিনি মানসিকভাবে ভারসাম্যহীন সাহিদা বেগমের স্বামী আমেরুদ্দিন মোল্লার হাতে নগদ পাঁচ হাজার টাকা এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যাবতীয় চিকিৎসার ব্যয় বহন করার প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন : শিকল পায়ে সাহিদার এক যুগ, দেখার যেন কেউ নেই
এ সময় ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, ‘কালকেই আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের মাধ্যমে সাহিদা বেগমকে জেলা সদর হাসপাতালে পাঠাবো। সেখানে ডাক্তার দেখানোর পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী যাবতীয় চিকিৎসার ব্যয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বহন করা হবে।’
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড