বরিশাল প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ওষুধ ব্যবসায়ী রতন হালদারের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
সোমবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৎস্য ঘের মালিক রতন হালদার জানান, পৌরসভার টরকী বন্দরে তার ফার্মেসী (ওষুধে দোকান) বন্ধ করে সোমবার রাত ১১টার দিকে বাড়িতে ঘুমাতে যান। ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে তিনি (রতন) মৎস্য ঘেরে ফিস ফিডস দিতে যান। এ সময় তিনি মৎস্য ঘেরে বিভিন্ন প্রজাতির মরা মাছ ভাসতে দেখেন। তার ধারনা প্রতিপক্ষরা তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি করা হবে বলে জানান রতন।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, এ বিষয়ে তারা কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড