আরেফি রিয়াদ, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) রাত ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে আসমা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়। সে উপজেলার হোসেন্দী ইউনিয়নের গোয়ালগাও গ্রামের মাসুদ রানার স্ত্রী।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ উদ্দিন জানান, কুমিল্লা গামী আল আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক বাসটিকে স্থানীয়দের সহায়তায় জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী কৌশলে পালিয়ে গেছেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়,ওই নারী পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলা থেকে বাসে করে এসে জামালদী বাস স্ট্যান্ডে নামেন। রাস্তা পার হওয়ার জন্য তিনি অপেক্ষমাণ ছিলেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড