সারাদেশ ডেস্ক
মোংলায় রেললাইনের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মো. আব্দুল্লাহ (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে মোংলার দিগরাজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ যশোরের বাঘার উপজেলার নারকেলবাড়ীয়া গ্রামের মো. রাবান্নীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান মোংলা-খুলনা রেললাইনের মাটির কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় মাটি কাটার মেশিনের হাইড্রোলিক পাম্প ছুটে এক আব্দুল্লাহর মাথায় লাগে। তাতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের লাশ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড