কুষ্টিয়া প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া মুজিববর্ষের উপহার হিসাবে জমিসহ একটি করে দুই কক্ষ বিশিষ্ট ঘর পেলেন কুষ্টিয়ার ১৫৭টি পরিবার।
শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী দেশব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন-২ প্রকল্পের উদ্বোধন করেন। পরে কুষ্টিয়ার জেলা প্রশাসক এবং স্ব-স্ব উপজেলা নির্বাহী কমকর্তাগণ এসব ঘরের চাবি, জমির কাগজ বুঝিয়ে দেন উপকারভোগীদের। এ উপলক্ষে সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) ওবাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মর্জিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করীম প্রমুখ।
পরে অতিথিরা জমিসহ মিরপুর উপজেলার ৫৬টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২শতাংশ করে জমির কাগজ এবং ঘরের চাবি হস্তান্তর করেন।
জেলা প্রশাসকের কার্যলয় সুত্রে জানা যায়, আশ্রয়ন প্রকল্প-২ প্রথম ধাপে কুষ্টিয়া জেলার ১৫৭টি গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। যার নির্মান ব্যায় ২ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার টাকা। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১টি, মিরপুর উপজেলায় ৫৬টি এবং ভেড়ামারা উপজেলায় ১০০টি ঘর।
এছাড়া একই প্রকল্পের আরো ১৮০টি গৃহ নির্মান কাজ চলমান রয়েছে। যার ব্যায় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৮০ হাজার টাকা। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩২টি, কুমারখালী উপজেলায় ৫৭টি, খোকসা উপজেলা ৩০টি এবং দৌলতপুর উপজেলায় ৬১টি।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড