সারাদেশ ডেস্ক
রাজবাড়ী সদর থানায় ৬০ পুরিয়া হেরোইনসহ ১০ মামলার আসামি শরিফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে পুলিশ এ তথ্য জানায়। গ্রেপ্তার শরিফুল ইসলাম সদর থানার সজ্জনকান্দা কাহারপাড়ার পান্নু সরদারের ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) স্বপন কুমার জানান, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার সকালে সদর থানা পুলিশ শহরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালায়।
এ সময় একাধিক মাদক মামলাসহ ১০ মামলার আসামি শরিফুল ইসলামকে ৬০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড