মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) পুলিশ সুপার কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদারর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদ আহমদ।
সভায় পুলিশ সুপার মো. জাকারিয়া বলেন, সাংবাদিকরা যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, সেজন্য একজন কর্মকর্তা কাজ করবেন। এ ছাড়া বর্তমানে আমাদের সাংবাদিকতা অনেক পেশাদার। কিছু কিছু হলুদ সাংবাদিক আছে। কিন্তু গত দশ বছরের চেয়ে ভালো আছে।
এসময় তিনি আরও বলেন, জেলায় কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা রাখা হবে। কোন ধরনের অস্বচ্ছতা হবেনা।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক সরওয়ার আহমদ, বকসি ইকবাল আহমদ, আজাদুর রহমান, প্রেসক্লাব সম্পাদক পান্না দত্ত, নজরুল ইসলাম মুহিব, মো. আব্দুল ওয়াদুদসহ অনেকে।
সভায় সাংবাদিকগণ জেলার সম্ভাবনার পাশাপাশি নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে জেলার রাজনগর উপজেলার কালামুয়া, উদনাছড়া, ধামাইছড়াসহ অন্যান্য উপজেলায় পাহাড়ী ঢলে নেমে আসা ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এসপি’র দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত্ব সাংবাদিকদের সরবরাহ করতে পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি শহরকে সুন্দর করে ঢেলে সাজাতে পুলিশকে আরো সচেতন হবার আহবান জানান সাংবাদিকগণ।
সভায় এসপিও সব কিছু গুরত্বসহকারে শুনে এর প্রতিকার করবেন বলে আশা ব্যক্ত করেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড