পঞ্চগড় প্রতিনিধি
হিমালয়ের কাছাকাছি হওয়ায় কনকনে ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবনে। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে ঘন কুয়াশায় আবৃত হয়ে পড়েছে চারদিক। তবে সূর্যের দেখা মিলছে না সারাদিন। শীতের তীব্রতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দরিদ্র শীতার্ত মানুষেরা শীতের কাপড়ের অভাবে দুর্ভোগে দিন পার করছেন।
বর্তমানে রোদের দেখা মিলছেনা একদমই। খেটে খাওয়া চা-পাথর শ্রমিক শ্রেণীর মানুষেরা শীতের তীব্রতায় কাজও করতে পারছেনা। ফলে তাদের আয় কমে যাচ্ছে। এসব শীতার্ত মানুষদের শীতের কাপড় কেনার সামর্থ্য পর্যন্ত নেই।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ দৈনিক অধিকারকে বলেন, আজ সকাল ৯ টায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়া আবহাওয়া দপ্তর রেকর্ড করেছে। কুয়াশার সাথে নেমেছে প্রবল শীত। এছাড়াও গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যার পর ঘন কুয়াশা নামে। যা আরও কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড