দেবহাটা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় মোস্তাসিন মেজবাহ (১৪) নামে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে দেবহাটা উপজেলার পারুলিয়া সরদারবাড়ির আনিসুর রহমানের ছেলে। নিহত মোস্তাসিন মেজবাহ পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আহত হয়েছে অপর ২ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারুলিয়া সরদার বাড়ীর আনিসুরের পুত্র মোস্তাসিন মেজবাহ, একই গ্রামের আব্দুল গফুরের পুত্র মুন্না হোসেন (১২) ও সিরাজুল ইসলামের পুত্র আকাশ (১৮) মোটর সাইকেলযোগে ভোমরা হুফফাজুল আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে দেবহাটা উপজেলার পারুলিয়া সরদার বাড়ী থেকে দুপুর ১২টায় রওনা দেয়।
তারা সাতক্ষীরা ভোমরা সড়কে আলিপুর হাটখোলা পৌঁছালে একটি ইজিবাইকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীরা তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিইয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাসিনকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপর দুজন মুন্না হোসেন (১২) ও আকাশ (১৮) গুরুতর আহত হয়।
আরও পড়ুন : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনায় মোস্তাসিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। ঘটনার সময় ড্রাইভার ইজিবাইকটি নিয়ে পালিয়ে গেছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড