পঞ্চগড় প্রতিনিধি
হিমালয়ের কোলঘেষা দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাঝারি শৈত্য প্রবাহে তীব্র শীত অনুভূত হয়েছে। যদিও এ অঞ্চলটি হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় শীতের ব্যপ্তি অনেক বেশি হয়ে থাকে।
সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও প্রচণ্ড শীতে কাঁপছে এ অঞ্চলের শীতার্ত মানুষ। তবে বেলা বারার সাথে সাথে সূর্যের দেখা মিললেও নেই রোদের উত্তাপ। রাতভর কুয়াশা আর সকাল সকাল সূর্য ওঠার কারণে কয়েক দিন ধরেই সেখানে দিন ও রাতের তাপমাত্রার ওঠানামা করছে।
প্রচণ্ড শীতের কারণে স্থরির হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন এলাকায় কনকনে শীতে দুস্থ ও গরীব মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
এদিকে অব্যাহত শীতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে দৈনন্দিন আয় কমে গেছে পাথর-শ্রমিক, চা-শ্রমিক, নির্মাণ-শ্রমিক, কৃষি-শ্রমিক, রিকশা-ভ্যানচালকসহ দিনমজুরদের।
তীব্র শীতে শিশু এবং বয়স্ক মানুষ শীত জনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন জেলার হাসপাতালগুলোতে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ দৈনিক অধিকারকে বলেন, সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড