শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলায় ট্রলির ধাক্কায় তানভির নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।
রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভির আন্ধারিয়া এলাকার আব্দুল হালিমের ছেলে।
পুলিশ জানায়, আব্দুল হালিম তার ছেলে তানভিরকে ঢাকা পাঠানোর জন্য বাড়ী থেকে ভ্যানগাড়ীযোগে নকলা যাচ্ছিলেন। এসময় জালালপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রলি ভ্যানগাড়ীটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়ীর দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভিরকে মৃত ঘোষণা করেন এবং আব্দুল হালিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড