কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে শনিবার (১৬ জানুয়ারি) মেয়র পদে দ্বিমুখী লড়াইয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ৪৮৩৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (জগ) প্রতীকের প্রার্থী শাজান মিয়াকে ১৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার রাত ৮টায় উপজেলা হলরুমে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুলাউড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
নির্বাচনে অপর ৩ মেয়র প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (জগ) প্রতিকের প্রার্থী শাজান মিয়া ৪৬৮৫ ভোট, বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র শফি আলম ইউনুছ (নারিকেল গাছ) ২৯৯৪ ভোট ও বিএনপির (ধানের শীষ) প্রার্থী সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ ১৭৭৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড