নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে খেলনা পুতুলের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচার করার সময় ৭ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১ এর সদস্যরা।
শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেব পাড়া এলাকা থেকে ৭ জন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় পুতুলের ভেতরে থাকা ১৮ হাজার ইয়াবা উদ্ধার করে র্যাব।
আটককৃতরা হলো- আশরাফুল (৫০),জানু মাল (৩৯), শহিদুল ইসলাম (২৬), ইসলাম মাল (৩২), রাজু সরদার (২২), তাহিদ হাসন (২৬) এবং শরৎ আলী। আটককৃতরা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব- ১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান জানান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অনেকদিন থেকেই নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় একটি চক্র অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদক কারবারিরা খেলনা পুতুল বিক্রেতা সেজে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে র্যাব সদস্যরা সিদ্ধিরগঞ্জের সাহেব পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। এসময় পুতুলের ভেতরে থাকা ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড