সারাদেশ ডেস্ক
দ্রুতগামী ট্রাকের চাপায় খুলনায় দুই মোটরবাইক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন একটি ডিসকোভারি মোটরবাইকে সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিলেন ওই দুই আরোহী। পথিমধ্যে মোটরবাইকটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সিকদার পেট্রোল পাম্পের পশ্চিমে সাতক্ষীরা লাইন কাউন্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে নিহতরা সম্পর্কে বাবা-ছেলে। তাদের সঙ্গে থাকা বোতলে খেজুরের রস রাখা ছিল। ট্রাকচাপায় লাশ দুটির চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাদের চেনা যাচ্ছে না।
আরও পড়ুন : ডকুমেন্টে কারসাজি করে ধরা, ফাঁসছেন মামলার বাদী
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড