নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে একটি তেলের মিলের কিশোরী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে নারায়ণগঞ্জের রুপগঞ্জের তারাবো এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।
পুলিশ অভিযুক্তদের এখনো গ্রেফতার করতে পারেনি। মামলায় আসামী করা হয়েছে রাব্বি মিয়া ও নাজমা বেগমকে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী একটি তেলের মিলের শ্রমিক। গত ১২ জানুয়ারী রাতে কাজ শেষ সে বাড়ি ফিরছিল। এসময় রাব্বি মিয়া ও তার অপর বেশ কয়েকজন সহযোগী কিশোরীকে তুলে নিয়ে যায় কেওঢালা গ্রামের নাজমা বেগমের বাড়িতে। নাজমা বেগম রাব্বির খালা বলে জানা গেছে। বুধবার (১৩ জানুয়ারি) সকালে কিশোরীকে তার পরিবার নাজমা বেগমের বাড়ি থেকে উদ্ধার করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান অধিকারকে বলেন, ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে রাব্বি ও তার খালার নাজমা বেগমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড