সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে সদ্য যোগদান করা জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ সোনারগাঁ উপজেলায় মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ কমান্ডার ওসমান গনি, সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার, কাচঁপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।
পরে জেলা প্রশাসক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নির্মিত গৃহহীনদের ঘর পরিদর্শন করেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড