সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় মোফাজ্জল হোসেন নামে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে আশুলিয়ার কাইছাবাড়ি এলাকার আঞ্চলিক সড়কের পাশের পরিত্যক্ত একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মোফাজ্জল হোসেন নওগাঁ জেলার ধামুইরহাট থানার আড়ানগর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। সাভারের আশুলিয়ার কাইছাবাড়ি এলাকার শাহাদাত হোসেনর বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন তিনি।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন মোফাজ্জল। পরে সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে সড়কের পাশে তার লাশ পরে থাকার খবর পাওয়া যায়।
আরও পড়ুন : সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
মোফাজ্জলের মাথার পেছনে গুরুতর জখমের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড