সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. জয়নুদ্দিন (৬০) নামে এক জেলে নিহত হয়েছেন। একই ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের ধামাই বিলে এই সংঘর্ষের ঘটনা। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষে নিহত বৃদ্ধ জয়নুদ্দিন উপজেলার শিমুলবাক ইউনিয়নের তেরহাল গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে। তিনি স্থানীয় তেরহাল আদর্শ মৎস্যজীবী সমিতির সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধামাই বিলের মালিকানা নিয়ে দুই মৎস্যজীবী সমিতির সদস্যদের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জয়নুদ্দিন নামে ওই বৃদ্ধ জেলে গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় তাৎক্ষণিক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন দৈনিক অধিকারকে জানান, বৃহস্পতিবার জলমহাল নিয়ে তেরহাল মৎস্যজীবী সমিতির আব্দুস সালামের গ্রুপ ও তেরয়াল আদর্শ মৎস্যজীবী সমিতির শহীদ-মোশাহিদ গ্রুপের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ঘটনায় দুই পক্ষের ৯ জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড